বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় বাসের ধাক্কায় আল আমিন (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
নিহত আল আমিন উপজেলার কাটাবাড়িয়া (রহিমাবাদ) এলাকার আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস নয়মাইল এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর মোড় নেওয়ার সময় ওই অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে লোকজন গুরুতর আহত চালক আল আমিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (টিএসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১২