নাটোরের বড়াইগ্রামের চন্দ্রখৈড় গ্রাম থেকে বুধবার রাত ১০টার দিকে আরজিনা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরজিনা ওই গ্রামের উজ্জল সেখের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিলো। বুধবার সন্ধ্যার পর আরজিনাকে পরিবারের সদস্যরা ঘরে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের আমগাছের সাথে গলায় দড়ি দিয়ে গলায় ফাস লাগানো অবস্থার তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার