দিনাজপুর জেলার বীরগঞ্জে পুকুর থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকাল ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে এলাকাবাসী।
মরিচা ইউনিয়ন পরিষদের সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত কেউ অবৈধ গর্ভপাত করার পর পুকুরে নবজাতককে ফেলে দিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার