পটুয়াখালীর কলাপাড়ায় জিংক সমৃদ্ধ ব্রি ৬২ নতুন জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। এ উপলক্ষ্যে কৃষকরা বৃহস্পতিবার বিকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা হারভেষ্ট প্লাস বাংলাদেশ-এরর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা পিডিও’র সহযোগীতায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মশিউর রহমান, আন্তর্জাতিক সংস্থা হারভেষ্ট প্লাস বাংলাদেশ’র বরিশাল অঞ্চলের এআরডিও কৃষিবিদ জাহিদ হোসেন। কয়েকশ কৃষক-কৃষানী এসময় উপস্থিত ছিলেন।
কৃষক মো. রাসেল শিকদার বলেন, এই প্রথমবার নুতন জাতের ধান চাষ করেছি। আমার জমিতে বাম্পার ফলন হয়েছে। অপর এক কৃষক মো. চাঁন মিয়া জানান, আমাদের এ এলাকায় মোট ৮ জন কৃষক জিংক ধান চাষ করেছে। তার প্রত্যেকে বাম্পার ফলন পেয়েছে। শুনিছি এই ধানের চাল খুবই পুষ্টি কর। আগামী বছরেও এই ধান চাষ করবে বলে ওই কৃষকরা জানিয়েছেন।
কৃষিবিদ জাহিদ হোসেন বলেন, বিজ্ঞানীরা ২০০২ সালে এ ধানের গবেষণা শুরু করেন। ২০১৩ সালে এর প্রসার ঘটে। জিংক চাল খুবই পুষ্টিকর।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৬