“অটিজম নির্ণয় ও ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম(ইপনা) প্রকল্পের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. শাহীন আখতার।
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় অটিজম বিষয়ক তথ্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইপনা প্রকল্পের মেডিক্যাল অফিসার বিকাশ চন্দ্র পাল, তানিয়া জহির, নাহিদ আখতার নীলা। এছাড়া অন্যান্যের মধ্যে বিএমএ’র সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন বক্তব্য দেন কর্মশালা। কনসালটেন্ট, মেডিক্যাল অফিসার, সাব-এ্যাসিস্টেন্ট কমিউনিটি অফিসার ও সাংবাদিকসহ ৬০জন অংশগ্রহণ করেন কর্মশালায়।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৭