বাংলাদেশ ও ভারতীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তের মুহুরি চর পরিদর্শন করেছে। ৯ সদস্যর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা রহমতুল মোনায়েম। এছাড়াও ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক, সহকারী কমিশনার ((ভূমি) সাইফুল ইসলামসহ বিজিবি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনে ছয় ভারতীয় সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রী প্রিয়া রাঙ্গা মাথান। এসময় ত্রিপুরা রাজ্য সরকারের প্রতিনিধি এবং বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দেশের প্রতিনিধি দল মজুমদারহাট বিজিবি কোম্পানি সদরে মধ্যাহ্ন ভোজ শেষে মুহুরি চর পরিদর্শন করেন। সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধি দল ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক জানান, দুই দেশের প্রতিনিধি দল মুহুরি চর পরিদর্শন করেছেন। তারা ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করবেন।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৮