টাঙ্গাইলের মির্জাপুরে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।
এ উপলক্ষে সকাল এগারটায় সদরের পোষ্টকামুরী আলহাজ মো. শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এরমধ্যে ব্যতিক্রম ভাবে বিদ্যালয়টিতে জাতীয় ফুল শাপলা দিয়ে শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দুলালসহ প্রমুখ। এছাড়া সদরের পোস্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরিষাদাউড়, কান্ঠালিয়া, বাইমহাটী, বাওয়ার কুমারজানি, মির্জাপুর মডেল একাডেমি, যোগীরকোফা ও বরাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ-২০