গাজীপুরের কাপাসিয়ায় তরগাঁও ঋষিপাড়া এলাকায় প্রতিবেশি ভাতিজির প্রেমে বাধা দেওয়ায় উজ্জল চন্দ্র মনিদাসকে খুন করা হয়েছে বলে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত আসামি মো. শাকিল। নিহত উজ্জ্বলের ব্যবহৃত মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে প্রধান আসামি শাকিলকে রবিবার রাতে গ্রেফতার করে কাপাসিয়া থানা পুলিশ।
সোমবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
পুলিশ সুপার জানান, কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের ঋষিপাড়া এলাকার উজ্জ্বল চন্দ্র মনিদাস নিখোঁজের তিনদিন পর গত শনিবার দুপুরে শীতলক্ষ্যা নদীর বলদা এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে নিহত উজ্জ্বলের ব্যবহৃত মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে প্রধান আসামি শাকিলকে রবিবার দিনগত রাতে গ্রেফতার করে কাপাসিয়া থানা পুলিশ। শাকিল কাপাসিয়া উপজেলার তরগাঁও মধ্যপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে। তিনি পুলিশকে জানিয়েছেন বন্ধু সঞ্জিবন চন্দ্র মনিদাসের প্রেমে বাধা দেয়ায় দু’জনে মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৬