ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ৭ জন আহত হয়েছে। এতে স্থানীয় এমপি আলহাজ দবিরুল ইসলামের জনসভা মঞ্চ ভাংচুর করছে ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের সমর্থকরা। রবিবার রাতে ভাতুরিয়া ইউনিয়ন ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী নেতাকর্মীরা এ মঞ্চ ভাঙচুর করে।
ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ দবিরুল ইসলাম জানান, সোমবার বিকেলে ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ ও ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজনসহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা একটি জনসভার আয়োজন করে। কিন্তু রবিবার রাতে ভাতুরিয়া ইউনিয়ন ও উপজেলা আ.লীগের নেতাকর্মীরা জনসভা ও সরকারি উন্নয়ন কর্মকান্ডের মঞ্চ ভাঙচুর করে। এ বিষয়ে জেলা কমিটি সভা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ঘটনার পর এমপি দবিরুল ইসলামের জনসভা বন্ধ করে দেয়া হয়। এছাড়া ভাতুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার