সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউপির শোলাকোড়া গ্রামের স্ত্রী সালমা খাতুনকে এসিড নিক্ষেপকারী স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। আটক সাইফুল ইসলাম ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতী গ্রামের মৃত আবুল শেখের ছেলে।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার হাসিবুল ইসলাম আজ দুপুরে সংবাদ সম্মেলন করে জানান, দেড় বছর পূর্বে সালমার সাথে মোবাইলে পরিচয় এবং প্রেম হয়। এরপর দু'জনে বিয়ের হয়। বিয়ের থেকে সে শ্বশুড় বাড়িতে স্ত্রীর সাথে বসবাস করছিল। মাধ্যে-মধ্যেই পারিবারিক বিষয় দু'জনের মধ্যে ঝগড়া হতো। একপর্যায়ে সাইফুল স্ত্রীকে এসিডে ঝলসে দেয়ার সিদ্ধান্ত নেয়। গত ১৬ নভেম্বর সন্ধ্যা সাতটায় বেলকুচির মুকুন্দগাতী বাজার হতে জনৈক রিয়াজ মোল্লার দোকান থেকে এসিড কিনে তার ঘরে রাখে। রাতে দু'জনে একসাথে খাবার খায়। এরপর তার স্ত্রী সালমা বেগম পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গেলে ফের কথা কাটাকাটি হয়। টেলিভিশন দেখা শেষে বাড়ি ফিরে স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরে রাত দেড়টার দিকে স্ত্রীর উপর এসিড নিক্ষেপ করে সাইফুল পালিয়ে যায়। এসিডে তার মুখমন্ডলের ৭০ ভাগসহ বুক ঝলসে যায়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি রয়েছেন। ঘটনার পর সালমার বাবা বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার