পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় ৫০টি অসম্পূর্ণ রিভলভার ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের গাফুরাবাদ গ্রামে অভিযান চালিয়ে এই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। আটককৃত ব্যাক্তি ওই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে রেজাউল করিম (৩৮)।
পুলিশ সুপার জিহাদুল কবির জানান, সে দীর্ঘদিন ধরে বানিজ্যিক ভাবে অস্ত্র তৈরী করে আসছিল। আমার জানা মতে পার্শবর্তী জেলার লোকজন পাবনা থেকে অস্ত্র ক্রয় করে নিয়ে যায়। সে মূলত অস্ত্র তৈরীর পেশাদার কারিগর। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার