ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের কালিরচালায় নৃশংসভাবে আবুল হাসেম (৪৫) নামে এক ভ্যান চালক খুন হওয়ার ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েকে পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়েছে।
জানা যায়, নিহতের স্ত্রী এবং মেয়েকে গ্রেফতার করে পুলিশ গতকাল রবিবার দুপুরে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। আবুল হাসেম গত ১৪নভেম্বর নিখোঁজ হওয়ার পরদিন সকালে তার স্ত্রী আসমা আক্তার বাড়ির ২টি ঘরের মেঝ মাটি দিয়ে লেপা নিয়ে বাড়ির লোকেদের মাঝে সন্ধেহের সৃষ্টি হয়েছে। এছাড়াও লেট্রিনের গর্ত থেকে শার্ট, গামছা, পুলিশ উদ্ধার করেছে সেটি আবুল হাসেম ব্যবহার করতেন বলে তার ছেলের বৌ নাছিমা আক্তার নিশ্চিত করেছেন।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী ও মেয়ে দুই দিনের রিমান্ডে আছে। জড়িত থাকার সন্দেহে অপর এক আসামিকে গ্রেফতারের জন্য আমাদের টিম ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এ হত্যার মূল রহস্য উদঘাটিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার