বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চক্রবর্তীর বিরুদ্ধে বিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষক তিনদিন ছুটি ভোগ করে এবার একমাসের মেডিকেল ছুটির আবেদন করে আত্মগোপন করেছেন।
যৌন হয়রানীর শিকার দুই ছাত্রী অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চক্রবর্তী চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ৪র্থ শ্রেণির বাংলা ও গণিত এবং ৫ম শ্রেণির বিজ্ঞান ক্লাস নেয়। ক্লাশ নেয়ার সময় ওই শিক্ষক তাদের (দুই ছাত্রী) বুকে (স্তনে) হাত দেয়। দুই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। অভিভাবকরা বিষয়টি সহকারী শিক্ষিকাদের অবহিত করেন।
যৌন হয়রানীর শিকার ২ ছাত্রীর আত্মীয় তপু সরদার দলবল নিয়ে গত ১৩ নভেম্বর দুপুরে ওই স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে গালাগাল করেন। এ সময় স্কুলে কর্তব্যরত একমাত্র সহকারী শিক্ষিকা রেশমার কাছে বিচার দেন তারা। পরে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বার্থী ইউপি চেয়ারম্যান মো. শাহ্জাহান প্যাদার কাছে অভিযোগ করেন। ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষককে কয়েকদিন ছুটি নেয়ার পরামর্শ দেন।
অভিযোগের সত্যতা স্বীকার করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বার্থী ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুলে আসতে নিষেধ করেছেন। এর আগে এই প্রধান শিক্ষক কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরির সময় একই অভিযোগে তাকে পশ্চিম বার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়।
অভিযোগ ভিত্তিহীন দাবি প্রধান শিক্ষক বাদল চক্রবর্তী বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। জনৈকা এক সহকারী শিক্ষিকার যোগসাজশে একটি মহল যৌন হয়রানীর অপবাদ দিয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেবেন। তিনি বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক গত মঙ্গলবার মেডিকেল ছুটির আবেদন করেছেন। মেডিকেল ছুটি জেলা প্রধামিক শিক্ষা অফিসার মঞ্জুর করেন। তাই তার আবেদন অগ্রগামী করে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন