নেত্রকোনার মদনে দশ টাকা কেজির চালসহ একজনকে আটকের ঘটনায় এক ডিলার, ইউনিয়ন পরিষদের মেম্বারসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্ত আসামিরা হচ্ছেন, ডিলার যুবলীগ নেতা দেলোয়ার খান পাঠান, নায়েকপুর ইউনিয়ন পরিষদ মেম্বার নজরুল ইসলাম, হাইয়ূল পাঠান ও ক্রেতা আব্দুল হান্নান ভূইয়া। অভিযুক্তদের মধ্যে আটককৃত ক্রেতা হান্নানের বাড়ি পাশের কেন্দুয়া উপজেলায়। এছাড়া বাকী তিনজনই মদনের নায়েকপুর ইউনিয়নের বাসিন্ধা।
মদন থানার ওসি মাজেদুর রহমান ৪ জনের বিরুদ্ধে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রবিবার বিকালে দুটি হ্যান্ডট্রলিসহ একজনকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ওসি আরো জানান, দুটি হ্যান্ডট্রলিতে মোট ৫৫ বস্থা চাল পাওয়া গেছে। এর মধ্যে ৩৫ বস্থায় ৩০ কেজি করে এবং বাকী ২০ বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা জেলা খাদ্য নিযন্ত্রক মো. সোহরাব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ