বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার দুপুরে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। নোয়াখালী আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে জেলা কৃষকদলের সাবেক সভাপতি ও সদর বিএনপির সভাপতি সলিমুলাহ বাহার হিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আজাদ।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলো, শাহ জাফর উল্যা রাসেল, ভিপি জসিম , আশরাফ আলী, সাবের আহাম্মেদ, অ্যাড. পলাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যে দেশে আওয়ামী লীগ কর্তৃক সাওতাল হত্যা ও নাসিরনগরসহ সারা দেশে সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয় না, সে দেশের তিন বারের প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ