বরিশালের বানারীপাড়ায় জুয়ার আসর থেকে সাড়ে আটক ১১ হাজার টাকাসহ আটক ৩ জুয়াড়িকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত রবিবার গভীর রাতে উপজেলার ইন্দেরহাওলা গ্রামের একটি দোকান ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় সুকুমার হালদার নামে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হলো ওই এলাকার বাবুল সরদার, ফারুক হাওলাদার ও মোস্তফা খান।
এ ঘটনায় থানার এসআই কামরুজ্জামান বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার