সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা থানা বিএনপি-জামায়াতের মদদে জেলা অটো রিক্সা, অটো টেম্পু, বেবী ট্যাক্সি ও ট্যাক্সিকার মালিক সমিতির সদস্যদের মারপিট, হয়রানি ও হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা পাটকেলঘাটা অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতির রেজিষ্ট্রেশন (২১৯৯ নং) বাতিলের দাবি জানিয়েছে।
এ সময় বক্তারা সড়কে নির্বিঘ্নে গাড়ি চলাচল অব্যাহত রাখা, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ২১৯৯ নং নতুন রেজিষ্ট্রেশন বাতিলের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অবিলম্বে এ সমস্যার সমাধান না করা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার