সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া সংলগ্ন পশুরতলা খালে অভিযান চালিয়ে বনদস্যু জোনাব বাহিনীর দু’সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের শামসুর মোড়লের ছেলে আব্দুর রহিম মোড়ল ও খুলনা জেলার পাইকগাছা থানার রামনগর গ্রামের মোমিন মোড়লের ছেলে ওজিহার মোড়ল।
বরিশাল র্যাব-৮ এর সহকারি পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জোনাব বাহিনীকে ধরতে পশুরখাল এলাকায় যায়। র্যাব সদস্যরা ওই এলাকায় পৌঁছালে বনদস্যুরা র্যাবের উপর গুলি বর্ষণ করে। এ সময় র্যাবও পল্টা গুলি শুরু করে। উভয় পক্ষের অর্ধশতাধিক রাউন্ড গুলিবিনিমরে পর জোনাব বাহিনী পিছু হটে। এক পর্যায়ে র্যাব সদস্যরা জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করে। এ সময় ঘটনাস্থল তল্লাশী করে ২টি একনলা বন্দুক , ১টি দো-নলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে র্যাব সদস্যরা অস্ত্রসহ দুই বনদস্যুকে শ্যামনগর থানায় হস্তান্তর করে। শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার