বরিশাল বিএম কলেজের কবি জীবনানন্দ দাশ হলের (হিন্দু হল) নতুন ভবনের বন্ধ থাকা নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে আজ বিক্ষোভ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বিএম কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে বিএম কলেজ রোড অবরোধ করে তারা। পরে উত্তেজিত শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ব্যস্ততম ওই সড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হলে কলেজ অধ্যক্ষ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কাছে গিয়ে কবি জীবনানন্দ দাশ হলের নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়। এরপর ব্যাস্ততম ওই সড়কে যানবাজন চলাচল স্বাভাবিক হয়।
পুরনো হলে মানবেতর জীবন যাপন করা শিক্ষার্থীদের দীর্ঘ দিনের আন্দোলনের প্রেক্ষিতে ২০১১ সালে কবি জীবনানন্দ দাশ হলের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু অসম্পন্ন অবস্থায় ভবন নির্মাণ কাজ ফেলে রাখে ঠিকাদার। এই ভবন নির্মাণ তরান্বিত করতে এর আগেও বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার/19