রাজশাহীর তানোরে শহিদুল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। শুক্রবার সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত শহিদুল ইসলামের বাড়ি উপজেলার বহরইল গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, শহিদুল ইসলামের মরদেহের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
তিনি জানান, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হরিশপুর গভীর নলকূপের পাশে শহিদুলের লাশটি পড়ে ছিল। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ