দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কারাগার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আরিফ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আরিফ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীহাট এলাকার আবু জাফরের ছেলে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম জানান, সকালে মাইক্রোবাসে করে পঞ্চগড় থেকে দিনাজপুর যাচ্ছিলেন আরিফ। পথে কারাগার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ