আশুলিয়ায় যাত্রীবাহি বাসের চাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ভলিবদ্র বাসস্ট্যান্ড এলাকার হাসেম প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আশুলিয়ার ভলিবদ্র এলাকা থেকে বাইপাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। তিনি হাসেম প্লাজার সামনে এসে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়ণা তদেন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক বাস বা বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ