মিয়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লিরা। আজ জুমার নামাজের পর উপজেলার চন্দ্রা ত্রিমোড় ও সফিপুর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার চন্দ্রা হযরত ওমর ফারুক (রাঃ) জামে মসজিদ, সুবর্ণ জামে মসজিদ, কালিয়াকৈর বাজার জামে মসজিদ, লতিফপুর জামে মসজিদ, কালামপুর জামে মসজিদ, ডাইনকিনি জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার