‘রঙ্গিন পৃথিবীর রঙ্গিন আলো, সকল নারী থাকুক ভালো’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বিভাগীয় শহর বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বিভিন্ন এনজিওর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, ডা. সৈয়দ হাবিবুর রহমান, রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/ফারজানা