দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বেসরকারি সংস্থা পল্লীশ্রী আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আজ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক সূচকে বাংলাদেশের সাফল্যের পিছনে নারীরা ভূমিকা রাখলেও তাদের প্রতি সহিংসতা বেড়েই চলছে। নারী নির্যাতন প্রতিরোধে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও শিক্ষার সুযোগ বাড়াতে হবে। যাতে নারীর আত্মসম্মান বাড়ে এবং নিজের অধিকারটা বুঝতে পারে। তবে সবার আগে প্রয়োজন সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাই নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণ আন্দোলন জোরদার করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার