বাগেরহাটে কচুয়ায় পাঁচ শতাধিত অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও বিনামূল্যে ৩ শতাধিক নারী এবং শিশুদের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। আজ সকালে ফ্যামিনিজম, বন্ধুনীড় ও এমআইএসটি নামের ৩টি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কচুয়া উপজেলার গোপালপুর ক্রিসেন্ট ক্লাবের সামনে এই কম্বল বিতরণ করেন কচুয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খান মনিরুল ইসলাম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচুয়া ফাউন্ডেশনের কোষাধক্ষ সরদার জাহিদুল ইসলাম, গোপালপুর ইউপি চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান খান শহিদুজ্জামান মিল্টন, ফেমিনিজম বাংলা সভাপতি ডা. সকির ইবরাহিম, ডা. নাজিয়া বিনতে আলমগীর (গাইনি), ডা. কামরুন নাহার মিনু, ডা. মাহমুদা আক্তার, হাসিবুর রহমান তোতা প্রমুখ। এ সময়ে বক্তারা সরকারের পাশাপাশি অসহায় দরিদ্রদের সাহায্যে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার