মিয়ানমারে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী পুলিশ যৌথভাবে বিদ্রোহীদের দমনের নামে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বাজার ষ্টেশন মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
সমাবেশে পুলিশের নিষেধাজ্ঞা থাকায় কোন বক্তব্য দেওয়া না হলেও সারাবিশ্বে মসলমানদের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা জিয়াউল হক, মুফতী মুহিবুল্লাহ, মুফতী আহমাদুল্লাহ, মাওলানা ছালাউদ্দিনসহ ধর্মপ্রাণ মুসমানগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৬/হিমেল