মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দিনাজপুর জেলা শাখা।
শুক্রবার জুম্মার নামাজ শেষে দিনাজপুর ইন্সটিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র দিনাজপুর জেলা শাখা’র সভাপতি মাওলানা সোহরাব হোসাইন-এর নেতৃতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শহরের বিভিন্ন মসজিদে নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্য সংগঠনের মধ্যে অংশ নেয়, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী আইনজীবী পরিষদ, ইসলামী সাংস্কৃতিক জোটসহ দিনাজপুরের তৌহিদী জনতা।
শীর্ষ আলেম-ওলামারা রোহিঙ্গা মুসলিম নিধনের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন। পরে রোহিঙ্গা মুসলমানসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা’র প্রধান উপদেষ্টা মাওলানা মতিউর রহমান কাসেমী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুল বাসেদ, সেক্রেটারী মাওলানা মুফতী খায়রুজ্জামান, মাওলানা সোহরাব আলী, মাওলানা রেজাউল করিম, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা জোবায়ের সাঈদ, মাওলানা মুফতী আশফাক, মাওলানা নূরুল হুদা, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুনতাসির আহমদ, মাওলানা আাজিজুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৬/হিমেল