বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও ভটভটির সংঘর্ষে আবু তৈয়ব (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহত উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করানো হয়েছে। আজ ভোর রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. সোহেল রানা এই বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার