বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় তপন শীল (৩৫) নামে এক ব্যক্তিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে বলে তার পরিবার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এদিকে শহরের সুপারী পট্টি এলাকা থেকে মামুন পালোয়ান (৩২) নামে অপর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত দুই জনের লাশের ময়না তদন্ত শেষে আজ দুপুরে পরিবারের সদস্য কাছে হস্তান্তার করেছে পুলিশ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শহরের পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়না তদন্ত শেষে আজ দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তার করা হয়েছে। এই দুটি পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা করা হয়নি। পুলিশ ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার