বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমুনি এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে কাঁকড়া আহরণকালে ৭টি নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। আটক জেলেদের আজ বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানায়, শরণখোলা রেঞ্জের কোকিলমুনি এলাকার বরুইতলী খালে অবৈধ অনুপ্রবেশ করে কাঁকড়া আহরণকালে ৭টি নৌকাসহ ৫ জেলেকে দেখতে পায় কাকিলমুনি টহলফাড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৭টি নৌকাসহ ৫ জেলেকে আটক করে। তাদের বিরূদ্ধে বন আইনে মামলার দায়ের করে আজ বিকালে বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার