ঝিনাইদহ শহরের খাজুরা নদীপাড়ায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ধর্ষক দোলন বিশ্বাস, রাব্বি ও মাসুমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ সন্ধ্যায় রাব্বি নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাব্বি খাজুর গ্রামের মধু মিয়ার ছেলে।
সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গত মঙ্গলবার সন্ধ্যা রাতে মেয়েটি পাশের বাড়িতে এক হুজুরের কাছে পানি পাড়া আনতে যাচ্ছিলো। এ সময় খাজুরা গ্রামের বখাটে যুবক শুকর আলীর ছেলে দোলন, মধু মিয়ার ছেলে রাব্বি ও আমিনুল ইসলামের ছেলে মাসুম তাকে জোর করে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে। কিশোরীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার