বৃহস্পতিবার প্রথমদিন সাঁওতালদের দেওয়া হয় ২৬ বস্তা ধান। এরপর শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দিনে আরও ৫৬ বস্তা ধান তাদের বুঝিয়ে দেওয়া হয়। এ নিয়ে দুই দিনে সাঁওতালরা ইক্ষু খামারের অধিগ্রহণকৃত জমিতে আবাদ করা ধান থেকে ৮২ বস্তা ধান পেয়েছেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকৃত জমির দ্বিতীয় দিনে কাটা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান, সহকারী কমিশনার (ভূমি) আহাদ আলী প্রমুখ।
গোবিন্দগঞ্জের ইউএনও আব্দুল হান্নান জানান, দ্বিতীয় দিনে কাটা ও মাড়াই শেষে ৫৬ বস্তা ধান সাঁওতালদের পক্ষে গ্রহণ করেছেন আনসেল হ্রেমব্রম।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৮