মুক্তিযোদ্ধাকে মারপিটকারী সেই আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাচ্চুকে গ্রেফতারের দাবিতে মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মুক্তিযোদ্ধারা। মোরেলগঞ্জ সংসদের কমান্ডার মো. লিয়াকত আলী আলী খানের নেতৃত্বে আজ শনিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নব্বই রশি বাসস্ট্যান্ড চৌরাস্তায় পথসভার আয়োজন করা হয়।
মিছিল ও পথসভায় তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পথসভায় মুক্তিযোদ্ধারা আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে আসছে ১৬ ডিসেম্বরসহ সকল জাতীয় দিবস বর্জনের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর সোমবার রাতে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী হাওলাদারকে (৭০) একটি সালিশ বৈঠকে ডেকে নিয়ে মারপিট করেন নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু ও তার সহযোগীরা। অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতেই আশরাফ আলীকে মোড়েলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরের দিন মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের সড়ক অবরোধ ও বিক্ষোভের মুখে মামলা নেয় পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামী বাচ্চু পলাতক রয়েছেন। মামলার দ্বিতীয় আসামী আওয়ামী লীগ নেতা জামাল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/ফারজানা