দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রের একটি স্বর্ণের দোকানের অলংকার ও নগদ টাকা চুরি হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিমতলা স্বর্ণ মার্কেটের একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
‘জামান জুয়েলারি' নামের ওই স্বর্ণের দোকানের মালিক মো. নুরুজ্জামান সাংবাদিকদের জানান, রাতের কোন এক সময় দোকানের পিছনের দেয়াল কেটে চোর প্রবেশ করে এবং স্বর্ণালংকার ও টাকা লুট করে নেয়। শনিবার সকাল সাড়ে ৯টায় দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন বলে জানান তিনি।
তিনি বলেন, অক্টোবর মাসে তিনি দোকানটি চালু করেন। চুরি যাওয়া স্বর্ণের মধ্যে ক্রেতাদের অর্ডার অনুযায়ী তৈরি স্বর্ণালংকারও ছিল। নগদ টাকাসহ কয়েক লাখ টাকার স্বর্ণালংকার চুরি গেছে বলে জানান দোকান মালিক মো. নুরুজ্জামান।
কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকান মালিকের দাবি ১০ থেকে ১৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে। মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/হিমেল