পঞ্চগড়ের সম্ভাবনাময় চা শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশন, পঞ্চগড়। শনিবার বেলা ১২টায় পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত কয়েক মাস ধরে কাঁচা চা পাতার মুল্য ২৫ টাকা থেকে কয়েক দফা কমিয়ে বর্তমানে ২০ টাকা দরে ক্রয় করছে চা কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়াও কাঁচা চা পাতা কর্তনের ফলে ক্ষুদ্র চা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্রমাগত লোকসানের ফলে চা চাষিরা যেমন সর্বস্বান্ত হবেন, তেমনি এই এলাকার হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে বলে আশংকা করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশন, পঞ্চগড়ের সভাপতি আমিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, চা চাষি তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজি আনিস। সংবাদ সম্মেলনে পঞ্চগড়ে চায়ের নিলাম বাজার স্থাপন, ক্ষুদ্র ও মাঝারি চা চাষিদের ঋণ ও ভর্তুকি প্রদানসহ ৮ দফা দাবিও তুলে ধরেন বক্তারা।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ