নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় খায়রুন নেছা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত খায়রুন নেছা চাঁদপুর কুরুয়া পাড়া গ্রামের মৃত হুসেন আলীর স্ত্রী। সকালে ওই বৃদ্ধা চাঁদপুর ইক্ষু ক্রয় কেন্দ্র থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৬/হিমেল