ফরিদপুরের বোয়ালমারীতে ছয় বছরের এক আদিবাসী শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি ওহিদ বিশ্বাসকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঘোষপুর ইউনিয়নের প্রভিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ওহিদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ওহিদ পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে প্রভিলা গ্রামের একটি ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ঘোষপুরের মধ্য কামারগ্রামের ওই শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় তাকে ঘরের ভেতর ডেকে নিয়ে প্রতিবেশী ওহিদ ধর্ষণ করে। পরদিন ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় ওহিদকে একমাত্র আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ