গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলেমাতুন শাহী বেগম (৩৮) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া মোড়ের নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দুই সন্তানের জননী আলেমাতুন শাহী বেগম গোবিন্দগঞ্জ বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক শিক্ষক ছিলেন। তার স্বামী শাহজাহান আলী ও পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, বেশকিছুদিন ধরে আলেমাতুন শাহীর সঙ্গে স্বামী শাহজাহানের দাম্পত্য কলহ চলে আসছে। শুক্রবার রাতে শাহজাহান আলী বোয়ালিয়ার বাসায় আসলে আলেমাতুন শাহীর সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। শনিবার সকালে আলেমাতুন শাহীর লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার পর স্বামী শাহজাহান আলীকে পাওয়া যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ