বাগেরহাটের রামপালে মো. আসাদুজ্জামান (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নাশকতা ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামী মো. আসাদুজ্জামান বর্তমানে রামপাল উপজেলা জামায়াতের সদস্য ও শ্রমিক ফেডারেশনের সভাপতি। এর আগে তিনি ইসলামী ছাত্র শিবিরের উপজেলার সভাপতি ছিলেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, গত ১৪ অক্টোবর রামপাল উপজেলার কুমলাই গ্রামে জামায়াত নেতা মো. আসাদুজ্জামানের নের্তৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী এলাকায় নাশকতা চালিয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে বৈঠক করে। ওই সময়ে পুলিশ দু’জনকে বিষ্ফোরকদ্রব্যসহ হাতে নাতে গ্রেফতার করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রামপাল থানায় মো. আসাদুজ্জামানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। এরপর মো. আসাদুজ্জামান এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/ফারজানা