বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দিনাজপুর জেলায় চার গুণীজনকে 'সম্মাননা-২০১৬' প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় দিনাজপুর ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে তাদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মননাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন- বিশিষ্ট নাট্যাভিনেতা, নাট্য নির্দেশক ও নাট্য সংগঠক কাজী বোরহান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মিজানুর রহমান মানু, জিমনাস্টিকস এ বিশিষ্ট ক্রীড়াবিদ রওশন আরা ছবি এবং আত্মকর্মী ও সামাজিক উন্নয়নে কাজী আবু সায়াদ চৌধুরী।
সম্মাননা প্রদান করে জাতীয় সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন লাল সবুজ বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’র চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন।
লাল সবুজ বাংলাদেশের উপদেষ্টা আব্দুস সামাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বিশিষ্ট কলামিস্ট, লেখিকা ও সাংবাদিক জিনাত রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রংপুর লাল সবুজ বাংলাদেশের আহ্বায়ক এলাহী ফারুক, নবরূপীর সংগীত সম্পাদক মেহেরুল্লাহ বাদল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাল-সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে পদক প্রাপ্তদের ফুলের তোড়া, উত্তোরীয় ও একটি আকর্ষণীয় ক্রেস্ট প্রদান করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পদক অর্জন করে যারা দিনাজপুরের সুনাম বাড়িয়েছেন, সেই মানুষগুলোকে আজ সামান্য সম্মানিত করে মূলত আমরাই সম্মানিত হচ্ছি। কেউ জীবিত অবস্থায় মানুষকে সম্মাননা দেয় না। এটি সঠিক না। মানুষকে তার কাজের মূল্যায়ন জীবিত অবস্থায়ই করা উচিত।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১