'জাগ্রত তারুণ্যে যুক্তির জয়গান' শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী।
ডিবেটিং সোসাইটির সদস্য এসএম সাইফুর রহমান ও ইসমাত জেরিন বিনতে নিজামের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় উপউপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে ‘নারীর ক্ষমতায়নই নারীর প্রতি সহিংসতা দূর করতে পারে’ এ বিষয়ের উপর ইংরেজিতে একটি প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়।
এসময় সরকারি দলের পক্ষে বিতর্ক উপস্থাপন করেন প্রধানমন্ত্রী হিসেবে শাহিদা আখতার আশা। মন্ত্রী হিসেবে ইখতিয়ার উদ্দীন সুমন, সংসদ সদস্য হিসেবে আব্দুল মোতালেব। বিরোধী দলীয় নেতা হিসেবে মুস্তাকিম বিল্লাহ, মন্ত্রী হিসেবে শামছিয়া আক্তার গতি, সংসদ সদস্য হিসেবে মূসা বিন আয়াতুল্লাহ।
বিতর্ক অনুষ্ঠানে ছায়া সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলমী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন।
পরে দুপুর ২টা থেকে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২