বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ড্যাব নেতা অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডাক্তার মামুনুর রশিদ মিঠু, ডাক্তার আজফারুল হাবিব রোজ প্রমুখ।
তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপি ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনের এ কর্মসূচিতে সহযোগিতা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলা শাখা ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ