রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, সারা বিশ্বে বাংলাদেশের মান-সম্মান,ইজ্জত অনেক বৃদ্ধি পেয়েছে,দেশের সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। বাংলাদেশ যতই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে,প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের ১৬ কোটি মানুষ খুশি হচ্ছে এবং তারা এ ব্যাপারে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। উন্নয়নে সবাই খুশী হলেও একজনমাত্র ব্যক্তি খুশি হয় না, তিনি হলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।
মন্ত্রী শনিবার কুমিল্লা পদুয়ার বাজার বাইপাসের একটি হোটেলের মিলনায়তনে কর অঞ্চল কুমিল্লার আয়োজিত সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর অঞ্চল কুমিল্লার কমিশনার সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থ বছরে ৪৯ জন দীর্ঘ মেয়াদী, সর্বোচ্চ, নারী এবং তরুণ করদাতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এসময় কর অঞ্চল কুমিল্লার আওতাধীন কুমিল্লা সিটি করপোরেশন,বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ৬ জেলার কয়েকজন সম্মাননা প্রাপ্ত করদাতা বক্তব্য রাখেন। ২০১৫-১৬ অর্থ বছরে কুমিল্লা কর অঞ্চলে ৪শ' ৭৭ কোটি কর আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও ৫শ’ ৮ কোটি টাকা কর আদায় হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ