স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'নিজেদের দক্ষতা ও কর্ম তৎপরতার মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যরা জনগণের মন জয় করতে পেরেছে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। পুলিশ এখন জনগণের বন্ধু, ১০ বছর আগে পুলিশের যে ভূমিকা ছিল, এখন আর তা নেই।'
আজ শনিবার দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সাম্প্রতিককালে পুলিশের সফলতা বিশেষ করে শোলাকিয়া ঈদগাহ মাঠ, কল্যাণপুর এবং মিরপুরে জঙ্গি দমনের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
'উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখা' উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের শান্তি শৃঙ্খলা অটুট রেখেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য পুলিশ বাহিনীকে আধুনিকীকরণ করার সকল চেষ্টা অব্যাহত রয়েছে।'
নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি, এম খুরশীদ হোসেন নওগাঁর জেলা প্রশাসক, ড. মো. আমিনুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শহরে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাজার ব্যবসা নিরাপত্তায় সিসি ক্যামেরা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বারের সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৫