বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছেলে লাঠির আঘাতে আহত বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে বাদী হয়ে অভিযুক্ত সুজন মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত হতভাগা বাবা হলেন উপজেলার লোচনাবাদ গ্রামের সুলতান মোল্লা (৫০)।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে ছেলে সুজন মোল্লা লাঠি দিয়ে তার বাবা সুলতান মোল্লার মাথায় আঘাত করেন। পরে মুমূর্ষ অবস্থায় সুলতান মোল্লাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুলতান মোল্লার মৃত্যু হয়।
গত শুক্রবার সুলতান মোল্লার অপর ছেলে বাদী হয়ে সুজন মোল্লাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সুজন মোল্লা পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৬