যশোরের পশ্চিম বারান্দিপাড়া-কদমতলা এলাকায় সুমন বিশ্বাস (২০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন বিশ্বাস বারান্দিপাড়া-কদমতলা এলাকার হানিফ বিশ্বাসের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, আহত অবস্থায় স্থানীয়রা সুমন বিশ্বাসকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে।
এদিকে, নিহতের ভাই শুভ বিশ্বাসের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যায় স্থানীয় রাব্বি, সজল ও পলাশসহ কয়েকজন সুমনকে গুলি করে হত্যা করেছে।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২১