দিনাজপুর শহর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর গ্রামে পূনর্ভবা নদীর তীরে অবস্থিত মাঠটির নাম টিকরি। ৫০ হাজার মানুষ অধ্যূষিত এলাকাটির খেলাধুলার একমাত্র মাঠ এটি। স্থানীয়রা জানায়, বিশালাকার ঐতিহাসিক টিকরির মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ গ্রামবাংলার বিভিন্ন খেলায় প্রতিদিনই মেতে ওঠে কিশোর-যুবকেরা।
কথিত আছে, এক সময় দিনাজপুরের মহারাজার গো-চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হতো এ মাঠটি। তখন থেকেই যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়েছে টিকরির মাঠ। পূনর্ভবা নদীর তীরে অবস্থিত শতাধিক একরের এই মাঠটির কিছু অংশ দখল হয়ে কেউ বাড়ি করেছেন। কেউ কেউ জমি বানিয়ে এতে ফসল ফলানোও শুরু করেছেন।
উলিপুরের বাসিন্দা আসাদুজ্জামান লিটন জানান, প্রতি বছর এই মাঠে দিনাজপুরের ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলার ঘোড়দৌড় আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে অনেকে ঘোড়দৌড়ের জন্য এখানে আসে। পার্শ্ববর্তী গ্রামগুলোর শত শত পশু পালনে একমাত্র ভরসা এই মাঠ। তবে এ মাঠটি পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে এ অঞ্চলের খেলাধুলার জন্য একটি অনন্য স্থান হয়ে উঠতে পারে।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা