মৌলভীবাজার পৌর শহরে প্রবাসী মো. ফারুক মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবার হাত-মুখ বেঁধে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত গভীর রাতে পৌর শহরে পশ্চিম ধরকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সবার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন বলেন, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ