যশোরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, বোমা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার নয় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরমধ্যে নিয়মিত মামলায় ৭০ জন, জিআর মামলায় ১৪০ জন, সিআর মামলায় ৫৮ জন, সাজাপ্রাপ্ত তিনজন, পুলিশ আইন (৩৪) ধারায় গ্রেফতার ছয়জন ও তালিকাভুক্ত এক সন্ত্রাসী রয়েছে।
এসময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, দুটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি, দুটি দেশি পাইপগান, দুই রাউন্ড গুলি ও ১১টি হাতবোমা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
এসব ঘটনায় ৫৪টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ